আমলকীর কিছু গুণাগুণ দেখুন

তোমারা কেমন আছ? আমি আল্লাহ রহমতে ভাল আছি। তো আর বকবক করবো না।
আমলকী আমাদের অতিপরিচিত একটি ফল। আমলকীর সুনাম নিয়ে বিজ্ঞানীরা পঞ্চমুখ।
১.আমলকী চুলের জন্য বেশ উপকারি।
২. আপলকী পেটের নানা রকম সমস্যা দূর করে।
৩.আমলকী দেহের কার্যক্ষমতা বৃদ্ধি করে। পেশী মজবুত করে।
৪. আমলকী তকের জন্য বেশ উপকারি।
৫.আমলকী লিভার ভাল রাখে।


৬.এটি রক্তের কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে সাহায্য করে।

৭.এটি মস্তিষ্কের শক্তি বাড়ায় ।
৮.আমলকী মুখের রুচি বাড়ায়।
ফেসবুকে আমি

No comments

Powered by Blogger.